Slide show

[people][slideshow]
http://goldenbangla24.blogspot.com/. Powered by Blogger.

Labels

FeedBurner FeedCount

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শনিবার খোলা থাকবে ২০ জুন পর্যন্ত


শিক্ষার্থীদের দাবির মুখে সেশনজট কমাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাপ্তাহিক ছুটি দু’দিনের পরিবর্তে একদিন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায়  আগামী ২০ জুন পর্যন্ত শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
                                        
       
‘জগন্নাথে সেশনজট বাড়ার আশঙ্কা: শুক্র ও শনিবার ক্যাম্পাস খোলা রাখার দাবি শিক্ষার্থীদের’ শিরোনামে ৩ এপ্রিল ‘প্রথম আলো’য় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর ১৫ এপ্রিল থেকে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখাসহ গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ বিভাগে ছয় মাসের সেমিস্টার শেষ করতে দেড় থেকে দুই গুণ বেশি সময় লাগছে। এ জন্য শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখাসহ গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে গত মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খোলা ছিল মাত্র ৯ দিন।
এখন থেকে শুধুমাত্র শুক্রবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। শনিবার অন্যান্য দিনের ন্যায় ক্লাস ও অফিস চালু থাকবে।

No comments:

vehicles

[cars][stack]

business

[business][grids]

health

[health][btop]