Slide show

[people][slideshow]
http://goldenbangla24.blogspot.com/. Powered by Blogger.

Labels

FeedBurner FeedCount

সাভারে ৯ তলা ভবন ধস, লাশ বাড়ছেই

ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি ৯ তলা ভবন আজ বুধবার সকালে ধসে পড়ে। এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে ।আহতের সংখ্যা ৮০০'র ও বেশি,যা ক্রমেই বাড়ছে।আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে (এনাম মেডিকেল কলেজ হসপিটাল, জাতীয় পঙ্গু হাসপাতাল)নেয়া হয়েছে ।

                        

ধ্বংসস্তূপের ভেতরে আরো অনেকে আটকা পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।হাসপাতালে ভর্তি আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। সেখানে প্রায় ১০০ চিকিৎসক সকাল থেকে আহতদের বিরামহীন চিকিৎসা দিয়ে যাচ্ছেন।রাতেও উদ্ধার কাজ চলছে।অন্ধকারে উদ্ধার কাজ করার জন্য জরুরী ভাবে টর্চলাইট দরকার। টাকা দিয়ে বা টর্চ দিয়ে যে যেভাবে পারেন সাহায্য করুন।


                       


                       
                                  আরো ছবি দেখতে ক্লিক করুন-> সাভার ধস

জরুরী ভাবে রক্ত দরকারঃ
● এনাম হাসপাতালে সব A-, B-, AB- , O- এবং 'AB' + গ্রুপ এর রক্ত দরকার।

● পঙ্গু হাসপাতালে এখনও সব ধরনের রক্তই প্রয়োজন!

এনাম মেডিকেল কলেজ হসপিটাল, জাতীয় পঙ্গু হাসপাতাল, শাহবাগ চত্বর, টিএসসি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে চলছে রক্ত সংগ্রহ কার্যক্রম। রক্তদানের জন্য চলে যান যে কোন এক স্থানে।

রক্তদানের জন্য যোগাযোগঃ

এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা
02 7743779-82,
01716358146 ,

01681212777 (রন্তু)
তাসলিমা :০১৭১১৫৪৪৫৪৪
তুহিনঃ 01923337010 (Jahangirnagar University)
রন্তু 01681212777
01711025876 (টিএসসি)
8629042, 01711025876, 01720080012, 01917264615, 01912082919 (BUET)
01712180246 (Jahangirnagar University)
01923337010 (Jahangirnagar University)
01681212777 (এনাম ম্যাডিক্যাল)
ডাঃ সনেট: 01711733175 (শাহবাগ)
ডাঃ টিপু: 01714107670 (শাহবাগ)
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪ ৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪

এছাড়া রক্তদান কর্মসূচিতে এগিয়ে এসেছে কয়েকটি সংগঠনঃ

বিএনপির রক্তদান কর্মসূচিঃ
বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তত্ত্বাবধানে আজ বিকেল পাঁচটা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই কর্মসূচি শুরু হয়েছে।

গণজাগরণ মঞ্চঃ

শাহবাগ গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলে একটি ব্লাড ক্যাম্প খোলা হয়েছে। আগ্রহী যে কেউ গণজাগরণ মঞ্চে গিয়ে সাভারের দুর্ঘটনায় আহতদের জন্য রক্ত দিতে পারবেন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(বাধঁন)
 বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় রক্তদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কোয়ান্টামঃ
বিনা মূল্যে যেকোনো গ্রুপের রক্ত সংগ্রহের জন্য স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশন, ৩১/ভি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক, শান্তিনগর, ঢাকা-১২১৭-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে



● আটকেপড়া মানুষদের জন্য বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সমূহকে অক্সিজেন(O2) সরবরাহ করার অনুরোধ জানানো হচ্ছে।

ছড়িয়ে দিন সব জায়গায়। প্রচুর রক্ত দরকার সেখানে। সাভারের প্রতিটা ক্লিনিকেই এখন আহতরা রয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা শতাধিক, আহতের সংখ্যা ৮০০/৯০০র উপরে। এগিয়ে আসুন সবাই।

যারা রক্ত দিতে পারবেন তারা উক্ত নাম্বারে ফোন করুন, রক্ত না দিতে পারলে পোস্টটি শেয়ার করুন নিজের Facebook ,Twitter স্ট্যাটাসে, বিভিন্ন বাংলা পেইজ ও গ্রুপে, যেন অন্য কেউ এটি দেখে রক্ত দিতে এগিয়ে আসে।
আমরা দেশকে ভালবাসি।ভালবাসি দেশের প্রতিটি মানুষকে।
Helping Source: Prothom Alo

No comments:

vehicles

[cars][stack]

business

[business][grids]

health

[health][btop]